Logo

আন্তর্জাতিক    >>   ট্রাম্পের হুমকির মধ্যেই রাশিয়ার ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা

ট্রাম্পের হুমকির মধ্যেই রাশিয়ার ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা

ট্রাম্পের হুমকির মধ্যেই রাশিয়ার ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ না করলে রাশিয়াকে নতুন করে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। তবে এই হুমকির পরও রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে অন্তত ৯৯টি ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা আক্রমণে সক্রিয় থেকেছে কিয়েভও।

ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেন সংকট সমাধানে আগ্রহ দেখাচ্ছেন। তার প্রশাসন ইতোমধ্যে যুদ্ধবিরতির পরিকল্পনায় কাজ শুরু করেছে। আন্তর্জাতিক মহলেও যুদ্ধ বন্ধের আলোচনা চলছে, তবে মস্কো ও কিয়েভের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, "যুদ্ধবিরতি হলেও রাশিয়ার আক্রমণের ঝুঁকি থেকে বাঁচতে ইউরোপীয় শান্তিরক্ষীদের প্রয়োজন হবে। অন্তত দুই লাখ শান্তিরক্ষী মোতায়েন ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।"

তিনি আরও বলেন, "ইউক্রেন কোনোভাবেই মস্কোর দাবির কাছে মাথানত করবে না। কিয়েভে শান্তির জন্য আলোচনায় বসতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছে।"

ইউক্রেনের উত্তরাঞ্চলের সুমি ও দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ শহরে রাশিয়া অন্তত ৯৯টি ড্রোন হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং সামরিক অস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এ হামলা হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, তারা ৬৫টি রুশ ড্রোন ভূপাতিত করেছে। কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার তেল ডিপো এবং সামরিক কারখানায় পাল্টা আক্রমণ চালানো হয়েছে। 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert